মহঃ সফিউল আলমঃ
একদা বীরভূমের প্রাচীন রাজধানী তথা প্রাচীন জনপদ রাজনগরের ঐতিহাসিক হামাম তথা স্নানাগার ও সংলগ্ন মহল দেখতে আজও ছুটে আসেন পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষজনেরা৷ সেই সাথে অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলিও পরিদর্শন করেন তাঁরা৷ ঐতিহাসিক ইমারত, স্মৃতি সৌধগুলি দেখে মুগ্ধ হন সকলে৷ ঐতিহাসিক হামামটি রাজনগর বেসিক স্কুল চত্ত্বরে অবস্থিত৷ রয়েছে একটি প্রাচীন কুয়ো৷ প্রায় চারশত বছর আগে খান পদবির পাঠান রাজারা এটি নির্মাণ করান৷ এখানে রানীরা স্নান করতেন৷ সংলগ্ন এলাকায় আরও কয়েকটি কক্ষ আছে৷ সেগুলির কোনোটিতে রানীরা পোশাক পরিবর্তন করতেন৷ কোনোটিতে সাজসজ্জা বা বিশ্রাম নিতেন৷ রাজ্য হেরিটেজ কমিশনের মাধ্যমে এটি কয়েক বছর পূর্বে সংস্কার করা হয়৷ পূর্বের তুলনায় কিছুটা আকর্ষণীয় রূপ পেয়েছে৷ এটি দেখার জন্য ইতিহাসপ্রেমীদের আজও এখানে আসতে লক্ষ্য করা যায়৷