
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের কীর্ণাহার থানার ঠিবা অঞ্চলের দত্তবগতোর গ্রামে শেখ শামসুজ্জোহা নামে এক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গতকাল ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত বারোটা নাগাদ ওই ব্যক্তির বাড়ির প্রধান দরজায় কড়া নেড়ে ঢোকে একদল দুষ্কৃতী। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তারা বাড়ির মালিককে বেধড়ক মারধর করে।বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেয়।

এরপর বাড়ি থেকে অন্তত ৭৫ হাজার টাকা নগদ এবং ৯ ভরি সোনা লুট করে নিয়ে যায় ডাকাতের দল। শুধু তাই নয়, পরিবারের বড় বৌমার কাছ থেকে কানের দুল ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় পরিবারের মেজো বৌমা ও তার পরিচিতদের যোগ থাকার অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কীর্ণাহার থানার পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত ডাকাত দলের কাউকে ধরা যায়নি।
