
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের “চণ্ডীদাস” পত্রিকার ৫০ বছর পূর্তিতে ৫ অক্টোবর সুবর্ণজয়ন্তী উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সত্যানন্দ সভাকক্ষে। চণ্ডীদাস পত্রিকার প্রাক্তন সম্পাদক আল আফতাবের পৌরহিত্যে অনুষ্ঠানটি শুরু হয়। প্রদীপ প্রজ্জ্বালন এবং প্রয়াত কবি কুমুদকিঙ্করের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শান্তিকুমার রজক ও জয়দেব কেন্দুলির বাউল শিল্পীরা। অনুষ্ঠানের উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে। গৌরবময় অতিথিরূপে আসন অলংকৃত করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এছাড়া সম্মানীয় অতিথি রুপে উপস্থিত ছিলেন কবি নট ও নাট্যকার দেবেশ ঠাকুর, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তথা প্রত্ন গবেষক অরবিন্দ চট্টোপাধ্যায়, লেখক তথা সাংবাদিক সৈয়দ হাসমত জামাল।

উল্লেখ্য, কবি কুমুদকিঙ্করের সম্পাদনায় ১৯৭৫ খ্রিস্টাব্দে চণ্ডীদাস সংবাদ সাপ্তাহিকী পত্রিকার সূচনা হয়। ২০১১ সাল থেকে সংবাদ সাপ্তাহিকীর বদলে ত্রৈমাসিক ম্যাগাজিন আকারে “চণ্ডীদাস” প্রকাশিত হয় বলে জানান পত্রিকার সম্পাদক আনারুল হক। এদিন স্মৃতিচারণ পর্বে চণ্ডীদাস পত্রিকার প্রাক্তন সহ-সম্পাদক তথা অভ্যর্থনা কমিটির সভাপতি অজিত চৌধুরী, সাহিত্যিক সমরেশ মণ্ডল, লেখক গবেষক ড. আদিত্য মুখোপাধ্যায়, কবি নীলোৎপল ভট্টাচার্য, রণজিৎ মুখোপাধ্যায়, শিবপ্রসাদ খাঁ পত্রিকার ৫০ বছরের পথ চলার কথা তুলে ধরেন। পাশাপাশি চণ্ডীদাস পত্রিকার শারদ সংখ্যা-২০২৫ প্রকাশিত হয়। এদিন প্রাবন্ধিক দেবকুমার দত্ত, লেখক সরোজ কর্মকার, কবি বিমলাংশু শেখর চক্রবর্তী, অপর্ণা দেওঘড়িয়া, অসীম শীল, নারায়ণ কর্মকার জেলার এমন বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি সাহিত্যিক লেখক শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর। এদিন উপস্থিত প্রত্যেক কবি সাহিত্যিকদের হাতে চণ্ডীদাস স্মৃতি স্মারক সহ পত্রিকা তুলে দেওয়া হয়।

