
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নানুর থানার পাকুরহাস গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অভিজিৎ মেটে। হায়দ্রাবাদে কর্মরত অভিজিৎ পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন। পরিবারের অভিযোগ,গত ৩ অক্টোবর শুক্রবার দুর্গা মায়ের বিসর্জনের সময় পুরোনো বিবাদের জেরে কয়েকজন মিলে তাকে মারধর করে। গুরুতর জখম অবস্থায় প্রথমে নানুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ৫ অক্টোবর রবিবার সকাল ১০ টা নাগাদ বোলপুর মহকুমা হাসপাতালে অভিজিৎ মেটের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের দিদি জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের নাম দিয়ে নানুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।


