লক্ষ্মীপুজো উপলক্ষে পুতুল নাচ রাজনগরে

উত্তম মণ্ডলঃ

গ্রামবাংলার প্রায় হারিয়ে যাওয়া পুতুল নাচ ফিরে এলো রাজনগর গড়-দরজা পাড়ায়। লক্ষ্মীপুজো উপলক্ষে ৮ অক্টোবরের রাতে আয়োজিত নদীয়ার এই পুতুল নাচ দেখতে হাজির ছিলেন বিভিন্ন বয়সী মানুষ। হাস্যকৌতুকের পর অভিনীত যাত্রাপালা ” দানবীর রাজা হরিশ্চন্দ্র-শৈবা” নজর কাড়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের। এ বিষয়ে আয়োজকদের তরফে চন্দন গঁরাই জানান, পুজোর মরশুমে মানুষদের আনন্দ দিতেই বাংলার হারিয়ে যাওয়া পুতুল নাচের এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *