
শম্ভুনাথ সেনঃ
ঘরোয়া দ্বন্দ্ব বিবাদ ভুলে ২০২৬ এর আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করার ডাক দিলেন তৃণমূলের কর্তা অনুব্রত মণ্ডল। আজ ৮ অক্টোবর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলীয় বিজয়া সম্মেলন থেকে এই আহ্বান জানান তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বীরভূমের বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বীরভূম জেলার তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃত্ব দেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন বীরভূম ও বোলপুর দুই লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল, ছিলেন কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা, সুদীপ্ত ঘোষ, রবি মুর্মু সহ অন্যান্য বিধায়করা।
বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল বিজয়ার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। ২৬ -এর বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন একটা নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবেই এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে। প্রতিটি কর্মসূচিতে বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতিদের সামনে সারিতে রাখুন। তারাই দলের সৈনিক। ভোট কৌশলী তারাই। ব্লক সভাপতিদের মাথায় চাপ থাকে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মহিলাদের প্রতি জোর বেশি দিতে হবে এবং যত বেশি সম্ভব তাদেরকে সামনে নিয়ে আসুন বলে তিনি দলীয় কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান।
