শহীদ সেনা জওয়ান সুজয় ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে সহস্রাধিক মানুষের ঢল, রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামে

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের কুন্ডীরা গ্রামের সুজয় ঘোষ(২৭) ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত দেড় বছর ধরে কাশ্মীরে সেনাবাহিনীর প্যারা কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন। সেনাবাহিনীর বিশেষ অভিযানে বেরিয়ে অনন্ত নাগের গাদোলের জঙ্গলে তুষার ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যায় কর্তব্যরত দুই সেনা জওয়ান। পরিচয় জানা যায় মুর্শিদাবাদ জেলার পলাশ ঘোষ এবং বীরভূমের সুজয় ঘোষ। বৃহস্পতিবার মুর্শিদাবাদ সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হলেও তখন পর্যন্ত সুজয় ঘোষের সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার দুপুর নাগাদ রাজনগর ব্লকের কুন্ডিরা গ্রামে সুজয়ের বাড়িতে খবর আসে, সুজয় কাশ্মীরে জঙ্গি অপারেশনের সময় নিখোঁজ হন। আজ তাঁর দেহ উদ্ধার হয়। সুজয় ঘোষের শহীদ হওয়ার খবরে পুরো রাজনগর সহ বীরভূমবাসী শোকে আচ্ছন্ন হয়ে পড়ে খবর শোনা মাত্র। সেনা জওয়ান এর পরিবার সূত্রে জানা যায় তিন মাস আগে বাড়ি এসেছিলেন তিনি। দুর্গাপূজায় ছুটি না পেয়ে কালী পূজাতে ফেরার কথা ছিল। পরিবারের লোকজন আশায় আশায় দিন গুণ ছিলেন কিন্তু ভাগ্যের পরিহাস কালীপুজোর আগেই বাড়ি ফিরলেন তবে কফিনবন্দি অবস্থায়।

মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই ছেলের ছবিটা বুকের জড়িয়ে ধরে একনাগারে কেঁদেই চলেছে বীর শহীদ সেনা জওয়ানের মা। চোখের জল মুছতে মুছতে প্রহর গুনছে মৃত সেনার বাবা, দাদা, দাদু, ভাই বন্ধুরা। কাঁদছে সমগ্র গ্রামের মানুষজন। শনিবার বিকেলে শহীদ সুজয় ঘোষকে চোখের জলে শেষ বিদায় জানালেন রাজনগরবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর রাজনগরের কুন্ডিরা গ্রামে শহীদ সুজয় ঘোষের শবদেহ আনতেই চোখের জলে ভাসে আত্মীয় পরিজন সহ গ্রামবাসীরা। শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হন রাজনগরের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামে। কফিনে তেরঙ্গা পতাকা দিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলাশাসক বিধান রায়, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা, প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জয় অধিকারী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু সহ অগণিত রাজনৈতিক অরাজনৈতিক মানুষ। সকলেই শহীদের পরিবারকে সমবেদনা জানান। শহীদ সুজয়কে শেষ শ্রদ্ধা জানানোর পর বক্রেশ্বর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *