সুকুমার রায়ের জন্মমাসে ‘কসাস’-এর অভিনব সভা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

প্রবাদ প্রতিম ছড়াকার সুকুমার রায়ের জন্মমাসে ‘কড়িধ্যা সাহিত্য সংবেদ ওয়েলফেয়ার সোসাইটি’ (কসাস)-এর অভিনব উদ্যোগে উদযাপিত হলো শিশু কিশোর সমন্বয়ে অক্টোবর মাসিক সভা। ১২ অক্টোবর, বীরভূম সাহিত্য পরিষদে অনুষ্ঠিত এই সভার অভিনবত্ব এবং আঙ্গিকের নতুনত্ব ছিল, সভার সভাপতি, প্রধান অতিথিগণ, সঞ্চালক এবং অংশগ্রহণকারী সবাই শিশু-কিশোর (১৭ বছরের মধ্যে)। বড়োরা ছিলেন শুধুমাত্র শ্রোতা-দর্শকের আসনে।

“সুকুমার রায়ের ছড়া”, “সাম্প্রতিক কালের শিশু-কিশোর সাহিত্য চর্চা” এবং “শিশু সাহিত্যের ভবিষ্যৎ”- এই তিনটি আলোচ্য বিষয়ে সমৃদ্ধ ভাষণ দেন যথাক্রমে বন্দনা হাঁসদা, স্নেহাদৃতা রায়, এবং স্পন্দন ব্যানার্জী। স্বপ্নদীপ ব্যানার্জী এবং শরণ্যা ধর এর গান শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। কবিতা পাঠ ও আবৃত্তিতে ছিলেন অতনু সিংহ, সম্পূর্ণা সাধু, শ্রীহান সাধু, নীহারিকা মুখার্জী, অদ্রীশ চ্যাটার্জী, সৌমক চক্রবর্তী, প্রিয়াংক চক্রবর্তী, এহান জাবির, তনুভা ব্যানার্জী-অরিত্রিকা মণ্ডল (যুগ্ম আবৃত্তি)। শুদ্ধশীল রায় অসাধারণ একটি অনুগল্প পাঠ করেন।

সভা শেষে অনুষ্ঠান পর্যালোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায় এবং বিশিষ্ট ছড়াকার আশিসকুমার মুখোপাধ্যায়। শিশু-কিশোর অতিথি ও অংশগ্রহণকারীদের এবং উপস্থিত শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন কসাস-এর সভাপতি কুনাল কিশোর রায়। প্রত্যেক অংশগ্রহণকারীকে যৎসামান্য উপহার তুলে দেওয়া হয়। আজকের সভায় সভাপতিত্ব করেন আরুষী মুখার্জী। ভিড়ে ঠাসা এই সভায় অত্যন্ত দক্ষতা ও গঠনমূলক সঞ্চালনায় সোনাক্ষী ধর সভাকে সর্বাঙ্গ সুন্দর ও আকর্ষণীয় করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *