তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী থেকেই বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ইঙ্গিতে

সেখ রিয়াজুদ্দিনঃ

দুর্গাপূজার পর পরই শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক বিজয়া সম্মিলনী। এখান থেকেই মূলত ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এক প্রস্থ প্রচার অভিযান এগিয়ে রেখে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলীয় বিধায়ক, সাংসদ, জেলা সভাধিপতি থেকে শুরু করে জেলা তৃণমূল কোর কমিটির সদস্য এবং রাজ্য নেতৃত্বদের মধ্যে থেকেও সময়সূচি অনুযায়ী জেলার বিভিন্ন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। সেরূপ শুক্রবার সাঁইথিয়া শশীভূষণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহবায়ক অনুব্রত মণ্ডল, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ, সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নিলাবতি সাহা, সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরে রাজ্যের মানুষের জন্য নানান কাজ করে চলেছেন। ৯৪ টি মানবিক প্রকল্প চালু করেন। বামফ্রন্টের ৩৪ বছরে কি ছিল শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর থেকে সমস্ত ক্ষেত্রে হাল ফিরিয়ে এনেছেন। এবারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পাঁচ বছর পরে উনার ভোট এত কিছু করার পর আমরা যদি উনাকে ভোট না দিই তাহলে আমাদের বিশ্বাসঘাতকতা করা হবে, বেইমানি করা হবে বলে উল্লেখ করেন। একদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে শেষ কথা ছিল অনুব্রত মণ্ডল। যদিও এখন জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সাহায্যে পরিচালিত। তথাপি অনুব্রত মণ্ডলের নিত্যনতুন বিভিন্ন ধরনের স্লোগান শুনতে মানুষ আজও অভ্যস্ত। সভাপতি না থাকলেও আজও সমানতালেই চলমান। ২০২৬ এ মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই এবারের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট।
শুক্রবার সন্ধ্যায় সাঁইথিয়া শহরে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অনুব্রত মণ্ডলের পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় বিধায়িকা নীলাবতী সাহাও। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ‘২৬-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। তৃণমূল দলের প্রার্থী যিনি-ই হোন না কেন তা নিয়ে চিন্তা করবেন না। আর নীলাবতী প্রার্থী মানেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাই নীলাবতী না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন না।
উল্লেখ্য, ২০১৬ ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে সাঁইথিয়া কেন্দ্র থেকে বিজয়ী হন নীলাবতী সাহা। এদিন আকারে ইঙ্গিতে একপ্রকার স্পষ্ট ভাষায় ব্যক্ত করে বুঝিয়ে দিল সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন নিলাবতী সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *