
শম্ভুনাথ সেনঃ
জলের দাবী ঘিরে বীরভূমের সিউড়ি-১ পঞ্চায়েত সমিতির কার্যালয়ের ভিতর ধন্ধুমার কাণ্ড। ক্ষুব্ধ জনতার হাতে মার খেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল সহ অন্যান্যরা। ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সিউড়ি-১ নং পঞ্চায়েত সমিতির অফিসে। সভাপতির টেবিল ভাঙচুর করে তাঁকে টানাহ্যাঁচড়া করার পাশাপাশি সভাপতির সঙ্গী তৃণমূল নেতাদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন মানুষ। দীর্ঘদিন ধরে পানীয় জলের দাবিতে আবেদন সত্বেও কাজ হয়নি বলে এলাকার মানুষ এদের বিক্ষোভ দেখান। কড়িধ্যা এলাকার পুরুষ মহিলা সকলেই জলের দাবিতে উপস্থিত হলে শেষ পর্যন্ত ধস্তাধস্তি বেধে যায়। পঞ্চায়েত সমিতির সভাপতি জানান জলের দাবিতে এসে বিক্ষোভ করে টেবিল ভাঙচুর করেছে। তাদের কাছে পিস্তল ছিল বলে অভিযোগ। পুলিশ আসার পর বিক্ষোভকারীরা সকলেই উধাও হয়ে যায়।
