
শম্ভুনাথ সেনঃ
১৭ অক্টোবর সকালে বীরভূমের তারাপীঠ পালপাড়ার একটি পুকুরে এক মৃত শিশুকে জলে ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে তারাপীঠ থানায় বিষয়টি জানানো হয়।খবর পেয়ে যথাশীঘ্র ঘটনাস্থলে আসেন তারাপীঠ থানার পুলিশ। ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।তবে শিশুটির পরিচয় এখনো জানা যায় নি।
