
অভীক মিত্রঃ
২২ অক্টোবর রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-র অভিযানে ধরা পড়ল দুই অস্ত্র পাচারকারী। বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় বেআইনি অস্ত্র লেনদেনের খবর পেয়ে নজরদারি চালাচ্ছিল গোয়েন্দারা। অবশেষে তারাপীঠ থানার বেসিক মোড় এলাকায় গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে। তল্লাশিতে এসটিএফের হাতে আসে দুটি সেমি-অটোমেটিক পিস্তল ও চারটি ম্যাগাজিন। ধৃতরা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত। ধৃতরা হলো-অভয়কুমার শর্মা বাড়ি বিহার রাজ্যে এবং মিনারুল সেখ বাড়ি মল্লারপুর থানার বিসিয়া গ্রামে। তাদেরকে এসটিএফের পক্ষ থেকে তারাপীঠ থানার হাতে তুলে দেওয়া হয়। সেখানে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ২৩ অক্টোবর দুই অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
