গোষ্ঠ উপলক্ষ্যে যাত্রানুষ্ঠান, কড়িধ্যায়

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

যাত্রা শিল্পের আদি ধারা এখনও ধরে রেখেছে বীরভূমের কড়িধ্যা গ্রাম। প্রতি বছরের মতো এবারও, ৩১ অক্টোবর, গোষ্ঠ উপলক্ষ্যে মঞ্চস্থ হলো সামাজিক যাত্রাপালা ‘বুনো ওল বাঘা তেঁতুল’, কড়িধ্যা হাটতলায়। প্রয়াত সংস্কৃতি কর্মী কবিতা সেন ও শ্রেয়া ধরের স্মৃতিতে নিবেদিত, উৎপল রায় রচিত এবং মিলন চট্টোপাধ্যায় ও আদিত্য চট্টরাজ নির্দেশিত এই যাত্রাপালা কড়িধ্যার প্রবীণ ও নবীন শিল্পীরা নিপুণ অভিনয়ের মাধ্যমে ভিড়ে ঠাসা দর্শকদের এক নতুনত্বের স্বাদ জাগায়। প্রাকৃতিক দুর্যোগ তুচ্ছ করে এই সমবেত প্রয়াস গ্রামের সাংস্কৃতিক চর্চাকে তুমুল ভাবে প্রভাবিত করেছে বলে এলাকার সাংস্কৃতিক মহলের অভিমত।

যাত্রাপালা শুরুর আগে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে গ্রামের প্রবীণ কয়েকজন যাত্রাশিল্পীকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়, প্রবীণ যাত্রাশিল্পী ও লেখক আগমানন্দ মুখোপাধ্যায়, ‘কসাস’ সাহিত্য সংস্থার সম্পাদক চন্দন চট্টোপাধ্যায় এবং কড়িধ্যা দামোদর মন্দির কমিটির সভাপতি দামোদর সেন। সংবর্ধনা প্রাপক এবং অতিথিদের উত্তরীয়, মেমেন্টো এবং মিষ্টিতে আপ্যায়িত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *