
মহঃ সফিউল আলমঃ
রাজনগর এলাকার অন্যতম একটি সুপ্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা হল রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি৷ বছর ভর নানা সভা, অনুষ্ঠান, সেবামূলক কর্মসূচী গ্রহণ করে থাকে এই সংস্থা তথা সংগঠন৷ ১৫ জুলাই এই সংস্থার উদ্যোগে শুরু হল গ্রামে গ্রামে মাদক বিরোধী অভিযান৷ এদিন সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত রাজনগর থানা ও ব্লকের অন্তর্গত গাংমুড়ি জয়পুর অঞ্চলের গোবড়া গ্রামে এমনই অভিযান তথা কর্মসূচী লক্ষ্য করা যায়৷ গ্রামের মানুষজন ও মসজিদের ইমাম সহ বিশিষ্টদের নিয়ে সভা করা হয়৷ মদ, নেশা জাতীয় দ্রব্যের ক্ষতিকারক দিক, মদের কারণে বহু সংসারে অশান্তি, পরিবারে অর্থনেতিক সংকট, বাড়ির ছেলে মেয়েদের ও ছোটদের উপর তার বিরূপ প্রভাব প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন ও আলোকপাত করেন বক্তারা৷ হাজির ছিলেন রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির পদস্থ কর্তা, সদস্য, প্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, একাধিক আলেম উলেমাগণ প্রমুখ৷ এমন শুভ উদ্যোগকে স্বাগত জানান অনেকে৷ রাহে ইসলাম সম্পাদক আবুল ফজল খান বলেন, নিয়মিত এমন অভিযান চলবে এলাকার বিভিন্ন গ্রামে৷ কিছুটা হলেও তার সুফল মিলবে বলে মনে করছেন অনেকে৷ উল্লেখ্য, অতীতেও এমন কর্মসূচী নিয়ে প্রশংসা কুড়িয়েছিল সংস্থাটি৷