
শম্ভুনাথ সেনঃ
প্রকাশ্য দিবালোকে ছুরি মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের নলহাটি থানা এলাকায়। দুই ব্যবসায়ীর বচসার জেরে এক ব্যবসায়ী অপর এক ব্যবসায়ীর পেটে ছুরি মারেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর দুপুরে নলহাটি থানার পোস্ট অফিস মোড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যবসায়ীর নাম রকি পারভেজ। তিনি প্রকাশ্যে দিবালোকে অপর ব্যবসায়ী নিলু দত্তের পেটে ছুরি মারেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় নিলু দত্তকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রকি পারভেজ পলাতক। এই ঘটনায় জড়িত সন্দেহে নলহাটি থানার পুলিশ অভিযুক্তের এক আত্মীয় এবং ওই দোকানের এক কর্মচারীকে আটক করেছে বলে সূত্রের খবর। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নলহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করারও চেষ্টা চালাচ্ছে।
