বীরভূমে ক্লাস্টার অফ ব্লক লেভেল স্পোর্টস মিট

অভীক মিত্রঃ

মেরা যুব ভারত বীরভূম – ভারত সরকারের উদ্যোগে এবং হেতমপুর হিউম্যান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় হেতমপুর গড়ের মাঠে ৫ ও ৬ ডিসেম্বর দুইদিনব্যাপী ক্লাস্টার অফ ব্লক লেভেল স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো । উক্ত অনুষ্ঠানে দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন যুব সংঘের ২০০জনের অধিক যুবক যুবতী অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অনুপকুমার সাহা, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের এনসিসি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অধ্যাপক রিন্টুকুমার বিশ্বাস, হেতমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চিন্ময় চ্যাটার্জি এবং হেতমপুর হিউম্যান সোশল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুমন্ত কর্মকার সহ এলাকার অন্যান্য অনেক শিক্ষকবৃন্দ ও এলাকার বিভিন্ন সমাজ সেবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুটবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা, স্লো সাইকেল রেস, লং জ্যাম সহ মোট আটটি ইভেন্টে দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে মোট ২০০জনের অধিক সংখ্যক যুবক যুবতী অংশগ্রহণ করে। বিধায়ক সহ অন্যান্য আধিকারিকবৃন্দ বর্তমান যুবক যুবতীদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো উদ্দেশ্যে তাদেরকে উদ্বুদ্ধ করেন। খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠান উপস্থিত অতিথিবৃন্দ এই ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীবৃন্দ জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *