
শম্ভুনাথ সেনঃ
কৃষি কাজের মাধ্যমে স্বনির্ভরতার লক্ষ্যে আদিবাসী কৃষক বন্ধুদের নিয়ে বীরভূমের মুরারইতে ৯-১০ ডিসেম্বর দুদিনের কৃষি প্রশিক্ষণ শিবির আজ শেষ হয়েছে। এলাকার পুরুষ ও মহিলা ৫০ জন কৃষক বন্ধুদের নিয়ে মুরারই এক নম্বর ব্লকের মোহরাপুর অঞ্চলে আদিবাসী কৃষকদেরকে নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয়। সমন্বিত কৃষি ব্যবস্থায় কৃষি কাজের পাশাপাশি মৎস্য ও প্রাণী পালনে কিভাবে তাদের স্বনির্ভর করা যায় সেই বার্তা তুলে ধরেন প্রশিক্ষকরা। পাশাপাশি মুরারই ১ নম্বর ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে বীজ শোধন কিভাবে করতে হবে এবং বিভিন্ন সবজির চাষ কিভাবে করতে হবে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে তাদের হাতে গাছের অনুখাদ্য বোরণ, নিমতেল বীজ, সার তুলে দেওয়া হয়। ট্রেনিং শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। উপস্থিত ছিলে ব্লকের কৃষি আধিকারিক মধুরিমা দে, টেকনিক্যাল ম্যানেজার শুভ্র গোস্বামী প্রমুখ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
