কৃষক ও কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নয়নের স্বার্থে খয়রাসোল ব্লক কৃষি দফতরে স্মারকলিপি প্রদান, বিজেপির

সেখ রিয়াজুদ্দিনঃ

১০ ডিসেম্বর বুধবার খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তার নিকট ভারতীয় জনতা পার্টির তরফে ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এদিন বিজেপির খয়রাসোল ব্লক দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার সহযোগে মিছিল পরিক্রমা শেষে ব্লক কৃষি অধিকর্তার দপ্তরের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। ডেপুটেশন প্রদান কর্মসূচী ঘিরে স্থানীয় থানার পক্ষ থেকে কৃষি দফতর সহ অন্যান্য মোড়ে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

১২ দফা দাবিগুলোর মধ্যে শোষক পোকার আক্রমনে ধানচাষীদের ক্ষতিপূরণ দেওয়া।সরকারি ধান ক্রয় কেন্দ্র বাড়ানো। ধান কেনার সময় পরিমানের অধিক বাটা বাদ না দেওয়া। রবিশস্যের সকল প্রকার বীজ সমস্ত কৃষকদের দেওয়া। কৃষি যন্ত্রপাতি গরীব কৃষকদের দেওয়া প্রভৃতি। উক্ত ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি খয়রাশোল ব্লক সহ কৃষি উন্নয়ন আধিকারিকের হাতে জমা দেওয়া হয়। স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর ২ নম্বর মন্ডল সভাপতি উৎপল কুমার সাঁই, বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রীতা পাল, সুকুমার নন্দী, মোতাহার হোসেন খান, বাপী চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *