সন্তোষ পালঃ
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের বার্ষিক পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় আজ বিদ্যালয়ের প্রাণপুরুষ স্বামী ভুপানন্দের ১১৮তম জন্মবার্ষিকীতে। বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্ঘপতি শ্রীমৎ স্বামী গোরানন্দের সভাপতিত্বেই অনুষ্ঠান শুরু হয় । তা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বরানগর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী স্মারদাত্মানন্দ মহারাজ, পন্ডিতপুর কালিবাড়ি আশ্রমের সদাত্মানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান তথা বিদ্যালয় পরিচালন কমিটির সহ সভাপতি পীযূষ পান্ড, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা বিদ্যালয় এর সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুরের বিডিও রাজা আদক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ এবং পড়ুয়ারা। আজ ২০১৯ সালের শিক্ষাবর্ষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রদের এবং ২০২২ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা। তার আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ স্বাগত ভাষণে বিদ্যালয় পরিসংখ্যান তুলে ধরেন এবং বার্ষিক প্রতিবেদনের বিবরণী শোনান। এছাড়াও বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণির কৃতি ছাত্রদেরও পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত অতিথিগণ ছাত্রদের মানুষ হবার উপদেশ দেন। উল্লেখ্য বহু গুণী মানুষ ছাত্রদের উৎসাহিত করার জন্য এগিয়ে আসেন। দুবরাজপুরের খ্যাতনামা ডাঃ বিশ্বজিৎ দে মেডিক্যালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সরকারী কলেজে এমবিবিএস পড়ার জন্য ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল পড়ুয়া হৃষিকেশ মাহাতার হাতে দশহাজার টাকার চেক তুলে দেন। এছাড়াও জেলার সাপ্তাহিক নয়াপ্রজন্ম পত্রিকার পক্ষ থেকে ২০১৯ সালে এবং ২০২২ সালে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক চন্দ্রোদয় চৌধুরী ও ইন্দ্রনীল সাহার হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হয়। কথায় কবিতায় সঙ্গীতে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। করোনা আবহে মাঝে দু’বছর তেমন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এদিন সঞ্চালনায় ছিলেন বিদ্যপীঠের শিক্ষক শিবু সোরেন। অনুষ্ঠানের সভাপতি স্বামী গোরানন্দের আর্শীবাণীর মধ্যে দিয়ে পারিতোষিক বিতরণ পর্বের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দের ১১৮তম জন্মবার্ষিকী পালন করা হয় আশ্রমের নাটমন্দিরে। উপস্থিত অতিথিগণ স্বামী ভূপানন্দের কর্মজীবন, সন্ন্যাসজীবন সহ বহুমুখী কর্মপরিকল্পনার কথা নিয়ে আলোকপাত করেন। উল্লেখ্য এদিন স্বামী ভূপানন্দের জন্মদিবস উপলক্ষে শতাধিক দুঃস্থ মানুষকে নববস্ত্র বিতরণ করা হয় এমনটাই জানিয়েছেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ।