পারিবারিক অনুষ্ঠানে এসেও দলীয় কর্মীদের একত্রে চলার আহ্বান জানান জেলা সভাধিপতি কাজল সেখ

সেখ রিয়াজুদ্দিনঃ

শুক্রবার সন্ধ্যা নাগাদ খয়রাসোল ব্লকের কৃষ্ণপুর গ্রামে পারিবারিক অনুষ্ঠানে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ। সেখানে খয়রাসোল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ, সংখ্যা লঘু মোর্চা এবং এসসি এসটি ওবিসি মোর্চার পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষজন ও সংবর্ধনা প্রদান করেন। মুহুর্তে সেখানে এক পথসভার আকার ধারণ করে। ভাইজান শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।পারিবারিক অনুষ্ঠানে এলেও তিনি সমস্ত তৃণমূল কর্মীদের একত্রে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন বিগত দিনে খয়রাসোল এলাকার মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব আইকন অভিষেক ব্যানার্জি যে পথ, যে দিশা দেখাচ্ছেন সেই অনুযায়ী এগিয়ে চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কাটাকাটি খুনোখুনি বন্ধ করে একের পর এক যে জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় ছাড়া তৃতীয় কাউকে চিনি না, চিনতে চাই না এই লক্ষ্যে এগিয়ে চলুন। গত লোকসভা নির্বাচনে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের এই এলাকায় সকলের মিলিত প্রচেষ্টায় বিরোধীদের অনেকটাই পিছিয়ে রেখেছিলাম। সেরূপ ২০২৬ নির্বাচনে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী ঘোষণা করবেন তাকেই ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কাজল সেখ ছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, বিদ্যুৎ সেনগুপ্ত, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্বপন সেন, অজিত ধীবর, সেখ নাজের আলী, সিদ্ধার্থ ব্যানার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *