
সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী নদীয়ার কৃষ্ণনগরে একটি অনুষ্ঠানের মাধ্যমে পথশ্রী রাস্তাশ্রী -৪ প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন ব্লকের রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করেন। একই সঙ্গে বীরভূমেরও অনেকগুলি রাস্তার উদ্বোধন করেন তিনি। রাজ্যস্তরের এই কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে বীরভূমের ডিআরডিসি হলে ভার্চুয়াল মুডে একটু অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার।
বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সিউড়ি ২ নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েতের পতন্ডা গ্রামের ল-পুকুর ব্রীজ থেকে উত্তর মাহারা পাড়া পর্যন্ত একটি রাস্তা তৈরীর কাজের শুভ সূচনা করেন । উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সহ এডিএম, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সহ অন্যান্যরা।
কাজল শেখ জানান বীরভূমের ৭৩৯ টি রাস্তার ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। জেলার গ্রামীণ অঞ্চলে ৩৯১ টি রাস্তা, যার মোট দৈর্ঘ্য ৯০৪.৮০ কিলোমিটার এবং বীরভূম জেলার শহরাঞ্চলে ৩৪৮ টি রাস্তা, যার মোট দৈর্ঘ্য ১১৭ কিলোমিটার রাস্তা রয়েছে।
প্রতিটি রাস্তার টেন্ডার প্রসেসিং চলছে, খুব তাড়াতাড়ি এই সব রাস্তা গুলির কাজ শুরু হবে বলে জানান জেলা সভাধিপতি। কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের মাধ্যমেই এই রাস্তা তৈরীর কাজ গুলি করা হতো।
জেলা সভাধিপতি বলেন কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে। পাওনা টাকা বন্ধ করেছে ফলে রাজ্য সরকার নিজ উদ্যোগে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাগুলি তৈরীর সিদ্ধান্ত নেয়। বাম আমলে রাস্তাঘাট এর অবস্থা খুবই খারাপ ছিল। জল কাদায় ভর্তি রাস্তাগুলিতে মানুষ পারাপার হতে পারত না। এই সরকার আসার পর মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাস্তাগুলি যেভাবে তৈরি করা হয়েছে, তাতে এখন মানুষ জুতো পায়ে হোক বা সাইকেলে বা চার চাকায় এই রাস্তায় চলাচল করতে পারছে।

