তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য লোকপুর থানা এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলার বিভিন্ন স্থানে বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। সেরূপ শনিবার লোকপুর থানার রুপুষপুর অঞ্চলের আনন্দনগর-লডাঙ্গাল গ্রাম এলাকায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা যায় বীরভূম জেলার পুলিশ সুপার জেলা জুড়ে দেশীয় বোমা/অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত তথা উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। সেই প্রেক্ষিতে ডিএসপিএ ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে মধ্যরাতে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে লোকপুর থানা এলাকায় অভিযান চালান। সেক্ষেত্রে রুপুষপুর অঞ্চলের আনন্দনগর-লডাঙ্গাল গ্রামের বাইরে দুবরাজপুর থানার রামপুর-গোপালপুর যাবার পথে পুকুর পাড়ে খেজুর গাছের ঝোপের আড়ালে প্লাস্টিকের ব্যাগে প্রায় ১৪ টি বোমা উদ্ধার হয়। পরবর্তীতে লোকপুর থানার ওসিকে বিষয়টি জানানো হয় এবং এলাকায় পাহারার ব্যবস্থা করতে ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। যদিও বোমা ভর্তি ব্যাগ কে বা কারা এবং কি উদ্দেশ্যে রেখেছে তা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়ভাবে তদন্ত চলছে। উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। শনিবার দুপুর ২টো নাগাদ বোমাগুলো নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয়করণ করা হয়। নিষ্ক্রিয়করণের সময় সতর্কতা অবলম্বন হিসেবে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এ্যাম্বুলেন্স এবং দুবরাজপুর ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *