
শম্ভুনাথ সেনঃ
উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে বীরভূমের রামপুরহাট কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে প্রকাশিত হল গবেষণামূলক গ্রন্থ “মেঘদূতবার্তা”। গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ ১৩ ডিসেম্বর দুপুরে লেখকদের অধ্যবসায় ও একাডেমিক প্রয়াসের এই নব রূপায়ণকে কেন্দ্র করে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে কলেজ পড়ুয়াদের উৎসাহে এদিন উন্মোচিত হয় বিভাগীয় দেওয়াল পত্রিকা “আরাধ্যা”। এই গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ ড. আশিস বন্দ্যোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ ড. প্রবাল সিংহ, আই কিউ এ এসির কোর্ডিনেটর ড. বুদ্ধদেব মুখার্জী, মেঘদূর্তবার্তা গ্রন্থের সম্পাদক তথা বিভাগীয় প্রধান ড. কৃষ্ণ ধীবর ও ড. গণেশ লেট, অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক ও কলেজের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানের আহ্বায়ক ড. কৃষ্ণ ধীবর মনে করেন এই গ্রন্থ প্রকাশ আগামীদিনে সংস্কৃত বিভাগ ও কলেজে সৃজনশীলতাকে আরো সমৃদ্ধি করবে। লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন তারাও উৎসাহিত হবে।
