আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা বীরভূমে

শম্ভুনাথ সেনঃ

রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, সৈন্য সবই রয়েছে। রাজত্ব করার সুযোগ আপনার হাতেই। আসলে আজ ২০ জুলাই, দিনটি “আন্তর্জাতিক দাবা দিবস” (International Chess Day) হিসেবে চিহ্নিত। ১৯৬৬ সাল থেকে প্রতিবছর এই দিনটি উদযাপিত হয়। ভবিষ্যত প্রজন্মকে মোবাইল থেকে দূরে সরিয়ে দাবা খেলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে “সারা বীরভূম দাবা অ্যাসোসিয়েশন ও বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই দাবা প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়। জেলা সদরে সিউড়ি বিদ্যাসাগর কলেজ কক্ষে এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবীর সেনগুপ্ত হাইস্কুলের সভাকক্ষে বসে দাবা খেলার আসর। হাইস্কুলের ৫০ জন পড়ুয়া দাবা খেলায় অংশ নেয়। এদিন এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হাসান সহ সারা বীরভূম দাবা এসোসিয়েশনের সেক্রেটারি, সদস্য ও কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *