মহঃ সফিউল আলমঃ
রাজনগরে বয়স্ক দল গঠনের ওপর বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়৷ সৌজন্যে হেল্পএজ ইন্ডিয়া৷ উল্লেখ্য, রাজনগরে ২০১৮ সাল থেকে চলে আসা হেল্পএজ ইন্ডিয়ার অধীনে আলম্বনা প্রজেক্টে যে ২২০ টি বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, ভবিষ্যতে আরও বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী গঠনের সময় কমিউনিটি রিসোর্স পারসন বিশেষভাবে প্রয়োজন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী যাতে বয়স্কদের দ্বারাই সংঘটিত হয় এবং সেটি সুষ্ঠুভাবে সংগঠনের জন্য এই বয়স্কদের নিয়েই বিশেষ প্রশিক্ষণ বয়স্ক কমিউনিটি রিসোর্স পারসন। গত ১০ জুলাই থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ হেল্পএজ ইন্ডিয়ার রাজনগর শাখার অফিসে। এখানে মোট ১১০ জন বয়স্ক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এই বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণ ১০ জুলাই শুরু হয়েছে৷ আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা৷ হেল্পএজ ইন্ডিয়ার পক্ষ থেকে আলম্বনা প্রজেক্ট এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রভাকর মন্ডল জানান, বর্তমানে রাজনগর ব্লক এর রাজনগর, তাতিপাড়া এবং গাংমুড়ি—জয়পুর পঞ্চায়েতে মোট ২২০ টি বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলোকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং ভবিষ্যতে আরও বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী গঠনের লক্ষ্য রেখে এই সদস্যদের বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হচ্ছে৷