শম্ভুনাথ সেনঃ
অবশেষে বনদপ্তরের কর্মী ও প্রশাসন মিলে ঘুমপাড়ানি গুলি চালিয়ে খ্যাপা হনুমানটিকে আজ খাঁচাবন্দী করে। গ্রামবাসীরা ফিরে পেয়েছে স্বস্তির নিঃশ্বাস। বীরভূমের সাঁইথিয়া ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের গড়গড়িয়া গ্রামে বেশ ক’দিন ধরে একটি ক্ষ্যাপা হনুমানের দৌড়াত্মে গ্রামবাসীরা অতিষ্ঠ। অন্তত ১৫ জন গ্রামবাসীকে জখম করে। আক্রান্ত হয় বনবিভাগের এক কর্মীও। বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা গুরুতর হওয়ার কারণে গ্রামেরই গিরিধারী দাস নামে এক ব্যক্তিকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, ক’দিন আগেই বনদপ্তরকে ঘটনার বিবরণ জানানো সত্বেও তাদের গাফিলতির কারণে এতগুলি মানুষ আক্রান্ত হয়েছে বলে অভিযোগ। অতিষ্ঠ হয়ে আজ গ্রামের মানুষজন মিলে কিছুক্ষণের জন্য সিউড়ি-বোলপুর রুটে গড়গড়িয়া বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পারুই থানার পুলিশ। শেষ পর্যন্ত বনদপ্তর এবং পুলিশ প্রশাসনের সাহায্যে আজ ঘুম পাড়ানি গুলি চালিয়ে হনুমানটিকে অচৈতন্য করে। পরে খাঁচা বন্দি করে হনুমানটিকে নিয়ে যায় বন বিভাগের কর্মীরা।