
পীযূষ মণ্ডলঃ
মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হয় প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷ ২২ জুলাইও তার ব্যতিক্রম ঘটেনি৷ বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ICDS এর পক্ষ থেকে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট পাথাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাড়ম্বরে পালিত হল সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস। উপস্থিত ছিলেন ময়ূরেশ্বরের ১ নং CDPO সায়নদীপ চ্যাটার্জী এবং ওই কেন্দ্রের দিদিমনি সহ কচিকাঁচারা৷



