আরও এক নক্ষত্র পতনঃ শোকাহত বীরভূমবাসী

ভাস্কর মন্ডলঃ

মানবতার মুর্ত্তপ্রতিক ডাঃ সুশোভন ব্যানার্জ্জী। পদ্মশ্রী সম্মান বিভূষিত, বীরভূমের ভূমিপুত্র, ভারতের গর্ব। ১ টাকার ডাক্তার আজ ২৬ জুলাই পরলোকে চলে গেলেন। ‘১ টাকার চিকিৎসক’ সুশোভন ব্যানার্জি আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্ম সমিতির সদস্য ছিলেন তিনি। বীরভূম জেলার বোলপুরের হরগৌরীতলায় বসবাস করতেন তিনি৷ এলাকায় ‘এক টাকার চিকিৎসক’ হিসাবে জনপ্রিয় ছিলেন ডাঃ সুশোভন ব্যানার্জী। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখতেন। অনেক বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়৷ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি৷ আজ সকালেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত সারা বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *