দেখতে দেখতে ২৩ বছর, ফিরে দেখা কারগিল যুদ্ধের বীরগাথা

শম্ভুনাথ সেনঃ

২৬ জুলাই দিনটি “কারগিল বিজয় দিবস” হিসেবে চিহ্নিত। ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শহীদ বীর সৈনিকদের স্মরণে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের দিন। বীরভূমের সবচেয়ে প্রাচীন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে আজ ২৩ তম “কারগিল বিজয় দিবস” স্মরণ শ্রদ্ধায় উদযাপিত হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালে ২৬ জুলাই কারগিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে ভারত। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে এই বিজয় দিবসে উপস্থিত ছিলেন ফিফটিন বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি সিউড়ি কমান্ডিং অফিসার লালবাহাদূর সিং। যিনি কারগিল যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। এদিন তাঁর হাত ছুঁয়ে এনসিসি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেই সঙ্গে দিনটির ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করেন। তুলে ধরেন মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতার কথা। ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন যুদ্ধে জয়লাভের ইতিহাস। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর ১১০ জন সদস্য এদিন উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন কৃষ্ণচন্দ্র কলেজের এনসিসি কোম্পানি কমান্ডার মেজর (ড.) রিন্টু কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায় সহ অন্যান্য অধ্যাপকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *