স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজের দিশা দিতে ১০০ দিনের কাজের টাকায় “মাটির সৃষ্টি” প্রকল্প

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই দু’নম্বর ব্লকের পাইকর কিষান মান্ডি লাগোয়া পতিত জমি সেজে উঠছে সবুজের চাদরে। কাশিমনগর এলাকায় অব্যবহৃত প্রায় ২০ বিঘা জমির উপর MGNREGA অর্থাৎ ১০০ দিনের কাজের টাকায় “মাটির সৃষ্টি” প্রকল্পে অন্তত ২৫ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে সবজি ও ফলের বাগান। আম, পেয়ারা, লেবু, নারকেল, সুপারি, ডালিম, কাজুবাদাম, পেঁপে এমন বিভিন্ন উন্নত প্রজাতির প্রায় ৯০০ টি ফল গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়া চাষ করা হচ্ছে আনাজ পাতির। জলাশয়ে হচ্ছে মাছ চাষ। গত ২৬ জুলাই এই নয়া প্রকল্পের উদ্বোধন করেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়। সঙ্গে ছিলেন স্থানীয় মুরারই বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন, মুরারই দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ নাজির হোসেন প্রমুখ। জেলাশাসক জানিয়েছেন এই প্রকল্পের ফলে পতিত জমি যেমন সবুজায়ন হবে, অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা পাবে জীবিকার দিশা। আগামীদিনে এখানে ভেষজ উদ্ভিদেরও চাষ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *