সন্তোষ পালঃ
ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যাণ্ড সার্ভিসেস সেন্টার শীর্ষক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ২৯ জুলাই বীরভূমের দুবরাজপুর ব্লকের সভা ঘরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় গোয়ালিয়ারা সহ একাধিক পঞ্চায়েতের পিছিয়ে পড়া মানুষেরা তাদের অভাব অভিযোগ ও নানান সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত অতিথিদের কাছে। দুবরাজপুর ব্লক শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা মানস দে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রেশন কার্ডের সুযোগ সুবিধা প্রভৃতি নিয়ে নানান প্রশ্নের উত্তর দেন। সংস্থার উপস্থিত সদস্যরা বর্তমানে খরা আবহে কৃষি বিভাগ থেকে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায় এ নিয়েও প্রশ্ন তোলেন। এ বিষয়ে দুবরাজপুর ব্লক কৃষি বিভাগের পক্ষে সব্যসাচী সরকার তাদের অবহিত করেন। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জারিফ হোসেন খান, সুপ্রিয় ব্যানার্জি মিলি দত্ত-সহ অন্যান্যরা।