তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা: সৌজন্যে রাজনগর ফুটবল একাডেমি

মহঃ সফিউল আলম ও উত্তম মণ্ডলঃ

৩০ জুলাই থেকে ১ আগস্ট তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজনগর ডাকবাংলোয়৷ পরিচালনায় রাজনগর ফুটবল একাডেমি৷ স্বর্গীয় সারথী বাগ্দী ও স্বর্গীয় গৌরহরি গরাঁই স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম দিন ৩০ জুলাই দুপুরে সূচনা তথা উদ্বোধনী পর্বে হাজির ছিলেন আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রাজনগর ফুটবল একাডেমির সভাপতি গাফ্ফার খান, বিশিষ্ট প্রাক্তন ফুটবল কোচ ও প্লেয়ার কাজী ফিরোজ, ক্রীড়াপ্রেমী অভিতাভ দত্ত, সাংবাদিক মহঃ সফিউল আলম, তফেজুল খান প্রমুখ৷ অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ও করমর্দন করে শুভেচ্ছা জ্ঞাপন করেন৷ প্রয়াত সারথী বাগ্দী, গৌরহরি গরাঁই সহ অন্যান্যাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ এর পর জাতীয় সংগীত পরিবেশিত হয়৷ পরে সূচনা হয় খেলার৷ প্রথম খেলাটি সম্পন্ন হয় বাগডহরি ফুটবল একাডেমি বনাম নতুনগ্রাম আদিবাসী ফুটবল টিম৷ বাংলা বীরভূম ছাড়াও পাশের রাজ‍্য ঝাড়খণ্ড থেকেও বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রত্যহ খেলা অনুষ্ঠিত হবে৷ আয়োজকদের তরফে কাজী দোয়েল, কাজী রাজা সহ অন্যান্যদের তৎপরতা ছিল যথেষ্ট৷ এ বিষয়ে রাজনগর ফুটবল একাডেমির তরফে কাজী দোয়েল সংবাদ মাধ্যমকে জানান, আমরা বর্তমান যুবসমাজকে মোবাইল ফোন থেকে মাঠমুখী করার চেষ্টা করছি। চূড়ান্ত খেলাটি হবে আগামী সোমবার। খেলা পরিচালনায় রেফারি রুপে কাজী নাজিম, সেখ সরিদ, সেখ ইনজামাম, কাজী ময়না সহ সংশ্লিষ্ট সকলে এবং একাডেমির সকল সদস্য বিশেষ দক্ষতা ও তৎপরতা দেখান৷ এমন শুভ উদ্যোগ গ্রহণ করার জন্য উদ্যোক্তা আয়োজকদের সাধুবাদ জানান শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের একাংশ৷ উদ্বোধনী দিনেই খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল টান টান উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *