বিভিন্ন দাবির ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত আশা কর্মীরা ডেপুটেশন দেন বীরভূমে

শম্ভুনাথ সেনঃ

Accredited Social Health Activist সংক্ষেপে ASHA. “স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী”। গ্রাম স্তরে প্রতিটি পরিবারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজে যুক্ত রয়েছে এই আশা কর্মীরা। দীর্ঘদিন কাজের সঙ্গে যুক্ত থাকলেও তাঁরা এখনো অবহেলিত। সরকারি নিয়মে দিনমজুরির বেতনটুকুও তাদের দেওয়া হয় না বলে অভিযোগ। তাই বিভিন্ন দাবি নিয়ে আজ ২৯ জুলাই রাজ্য জুড়ে পথে নামে আশা কর্মী ইউনিয়ন (AIUTUC)। বীরভূমেও সিউড়ি এবং রামপুরহাট স্বাস্থ্য জেলায় আজ এই আশা কর্মীরা মিছিল ও পথ অবরোধ করে, পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন দেন। স্বাস্থ্য কর্মী হিসেবে স্বীকৃতি ও মর্যাদা, নূন্যতম ২১ হাজার টাকা মাসিক বেতন, ইনসেন্টিভ একসঙ্গে প্রদান, বোনাস-পিএফ এবং পেনশনের সুবিধা এমন ১৫ দফা দাবি নিয়ে রামপুরহাট স্বাস্থ্য জেলায় সিএমওএইচ ডাঃ শোভন দে এবং বীরভূম স্বাস্থ্য জেলায় সিএমএইচ ডাঃ হিমাদ্রি কুমার আড়ীর নিকট তারা স্মারকলিপি জমা দেন। নেতৃত্ব দেন নমিতা দাস, মাধুরী সিনহা, আয়েশা খাতুন এমন আশা কর্মীরা। উল্লেখ্য, অন্তত ৪ হাজারেরও বেশি আশা কর্মী স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত রয়েছে বীরভূমের ১৯ টি ব্লকে। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে তাদের দাবী পূরণের আশ্বাস না দিলে আগস্টের ৩ তারিখ থেকে তারা কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *