শম্ভুনাথ সেনঃ
বীরভূমে আজ ৩১ জুলাই সিউড়ি থেকে শিয়ালদহ যাবার একটি নতুন ট্রেনের সূচনা হলো। আগামীকাল থেকে পূর্ব রেলের সূচি অনুযায়ী প্রতিদিন চলবে এই ট্রেন। আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ভারতীয় রেলমন্ত্রক বীরভূমবাসীর জন্য বরাদ্দ করে একটি নতুন ট্রেন, সিউড়ি-শিয়ালদহ MAINLINE ELECTRIC MULTIPLE UNIT (MEMU) এক্সপ্রেস। এই ট্রেন পেয়ে দীর্ঘদিনের দাবি পূরণ হলো বীরভূমবাসীর। জেলা সদর সিউড়ি স্টেশন থেকে প্রতিদিন সকাল ৫.২০ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে বেলা ৯.৫৭ মিনিটে। এদিনই শিয়ালদহ স্টেশনে বিকেল ৫.২৫ মিনিটে ছেড়ে সিউড়ি পৌঁছাবে রাত্রি ১০:১৫ মিনিটে। এই ট্রেন পেয়ে চাকুরী জীবী থেকে ব্যবসাদার সহ খুশি সাধারণ মানুষজন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণও ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আজ ৩১ জুলাই এই নতুন রেল যাত্রার সূচনা করেন। এদিকে সিউড়ি স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রেল দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন যাঁর তৎপরতায় এই রেল বীরভূমবাসী উপহার পেয়েছেন সেই বিশিষ্ট সমাজসেবী সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায়। শুভেন্দুবাবু এদিন উদ্বোধনী বক্তব্যে সে কথাও তুলে ধরেন জনসমক্ষে। এদিন উৎসবের মেজাজে বীরভূমের বহু মানুষ রেল যাত্রার সূচনায় সাক্ষী এবং শরিক ছিলেন। উল্লেখ্য, সিউড়ি থেকে শিয়ালদহ রেলপথের দূরত্ব ২৪৭ কিলোমিটার। তারমধ্যে বীরভূমে রেলপথ রয়েছে মাত্র ৩১ কিলোমিটার। স্টেশন রয়েছে সিউড়ি, কচুজোড়, চিনপাই, দুবরাজপুর, পাঁচড়া এবং ভীমগড়। প্রথমে সিউড়ি ছাড়ার পর বীরভূমে আর কোনো স্টপেজ না দেওয়ার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। এমন বিজ্ঞপ্তি দেখে হতাশ হয়ে যায় জেলার মানুষ। অন্ততপক্ষে বীরভূমে দুবরাজপুরে স্টপেজ দেওয়ার জোরালো দাবি উঠে সোস্যাল মিডিয়ায়। স্থানীয় দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, এই মর্মে এখানে স্টপেজ দেওয়ার আবেদন জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সেই দাবিকে সম্মান জানিয়ে দুবরাজপুরে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। খুশি দুবরাজপুর পুরবাসীদের সঙ্গে এলাকার মানুষ। তাই দুবরাজপুর এলাকার মানুষ আজ স্টেশনে জড়ো হয়ে রেল যাত্রাকে স্বাগত জানায়।