অদম্য জেদেই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য প্রজ্ঞা মিত্রর

দীপককুমার দাসঃ

ছিল অদম্য জেদ আর না হারার মানসিকতা, আর তাতেই সাফল্য মহঃবাজারের প্রজ্ঞা মিত্রর। কলকাতার নেতাজী ইন্ডোর ষ্টেডিয়ামে ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও অল ইন্ডিয়া শেইশিনকাই শিতো রিউ ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ৩০-৩১ জুলাই আয়োজন করা হয়েছিল ষষ্ঠ আর্ন্তজাতিক ক্যারাটে প্রতিযোগিতার। ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইষ্ট তিমুরের প্রায় ২৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী প্রজ্ঞা মিত্র ১৩বছরের উর্দ্ধে গ্রুপে অংশগ্রহণ করে। ফাইট এ স্বর্ণপদক ও কাতাই এ রৌপ্য পদক লাভ করে। তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। প্রজ্ঞা মিত্রর বাড়ি মহঃবাজার বাসষ্ট্যান্ড এলাকায়।প্রজ্ঞার সাফল্যের পিছনে অবদান তার কোচ কৈলাস মন্ডলের। প্রজ্ঞার বাবা কৃপাসিন্ধু মিত্র বলেন, মেয়ের এই সাফল্যে আমরা খুব খুশি। ওর মা সবিতা মিত্র চেয়েছিল মেয়ে নিজের আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখুক। তাই ভর্তি করেছিলেন ক্যারাটে শেখার জন্য। বছর পাঁচেক ধরে প্রজ্ঞা তালিম নিয়েছে। জেলা ও রাজ্য প্রতিযোগিতায় আগেও সাফল্য পেয়েছে। যখন ও দুটো পদক পেয়ে ভারতের জাতীয় পতাকা উঁচু করে তুলে ধরেছিল তখন যে কি গর্ব হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *