শম্ভুনাথ সেনঃ
মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এরাজ্যেও ১-৭ আগস্ট পালিত হচ্ছে “বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ”। বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুন্ডা গ্রাম পঞ্চায়েত লাগোয়া নপাড়া গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর নিজস্ব ভবনে গত ৫ আগস্ট “মাতৃদুগ্ধ পান সপ্তাহ” উদযাপিত হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় বেসরকারী বন্ধন ব্যাংকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় সচেতনতা অনুষ্ঠান। এলাকার আশা, অঙ্গনওয়াড়ি, এএনএম এমন সব স্বাস্থ্যকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। গ্রামের মানুষকে সচেতনতার বার্তা দিতে প্রথমে স্বাস্থ্য কর্মীদের একটি পদযাত্রা গ্রাম পরিক্রমা করে। মাতৃদুগ্ধ পানের গুরুত্ব সম্পর্কে গর্ভবতী ও প্রসুতি মায়েদের দেওয়া হয় নানা পরামর্শ। উল্লেখ্য, জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ পানে শিশু মৃত্যুর হার কমে যায়। ছয় মাস বয়স পর্যন্ত শিশুর একমাত্র খাদ্য মায়ের দুধ। এদিন আলোচনা চক্রে সে কথায় তুলে ধরেন বক্তারা। উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী পদ্মা মুখার্জি, স্থানীয় উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার গড়াই, বন্ধন ব্যাংক কর্মী রঙ্গীলা খাতুন সহ এলাকার স্বাস্থ্যকর্মীরা।