বীরভূমের “বোলপুর রামকৃষ্ণ মঠে” সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ভক্ত সম্মেলন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর রামকৃষ্ণ মঠে আজ ৭ অগাষ্ট সারাদিন ব্যাপী “ভক্ত সম্মেলন” অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, করোনা অতিমারীর কারণে দু বছর ধরে এই ভক্ত সম্মেলন করা যায়নি। আজ এই সম্মেলনে জেলা এবং জেলার বাইরে থেকে অন্ততঃ ২৫০ জন রামকৃষ্ণ অনুরাগী ভক্ত-শিষ্যরা এই সম্মেলনে যোগ দেন। সকালে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরিবেশিত হয় প্রার্থনা সংগীত। শুরুতেই স্বাগত ভাষণ দেন বোলপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ভূদেবানন্দ মহারাজ। “জগৎ জননী সারদা” এই বিষয় শিরোনামে গুজরাটের ভুজ রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী সুখানন্দজী মহারাজ তাঁর বক্তৃতায় তুলে ধরেন সারদা মায়ের জীবন আদর্শ। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, অধ্যাপিকা সবুজকলি সেন “দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ ও শিক্ষা” এই বিষয় ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। “নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়” ভক্তদের সামনে এই বিষয় শিরোনামে বক্তব্য রাখেন সরিষা, রামকৃষ্ণ মিশন আশ্রমের সহকারী প্রধান শিক্ষক স্বামী শ্যামসুন্দরানন্দজী মহারাজ। এছাড়া ফলতা, সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক শুভদীপ মুখোপাধ্যায় তাঁর বক্তব্যে তুলে ধরেন “কথামৃতের আলোকে আদর্শ গৃহীজীবন” নিয়ে নানা কথা। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে ভক্ত-শিষ্যদের নানা প্রশ্নের তাৎপর্যপূর্ণ সদুত্তর দেন উপস্থিত মহারাজ ও সম্মানীয় অতিথি বর্গরা। দুপুরে উপস্থিত ভক্ত- পুন্যার্থীরা এদিন একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *