
দীপক কুমার দাসঃ
মঙ্গলবার ৯ অগাষ্ট সিউড়িতে সাড়ম্বরে পালিত হলো মহরম। সিউড়ির সোনাতোড় পাড়া থেকে মহরমের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন পাড়া যোগ দেয়। শোভাযাত্রার প্রথমেই ছিল সোনাতোড় পাড়া। এরপর সিউড়ির বিভিন্ন জায়গার মহরমের শোভাযাত্রা। প্রতিটি দল ডিজে বক্সের তালে তালে নানা কসরৎ দেখায়। কয়েকটি দল দুলদুলের ঘোড়া সাজিয়ে ও সুন্দর তাজিয়া সাজিয়ে মহরমের শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। এদিন এই শোভাযাত্রা দেখতে প্রচুর মানুষ ভিড় করেন।

