উত্তম মণ্ডলঃ
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হলো বিশ্ব আদিবাসী দিবস। রাজনগর ডাকবাংলো নজরুল ভবনে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা শাসক বিধান রায়, রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধুসহ বিভিন্ন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী সঙ্গীত, নৃত্য পরিবেশনের পাশাপাশি বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এলাকার বিভিন্ন এলাকা থেকে বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ হাজির ছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান মঞ্চ থেকে কৃতি আদিবাসী ছাত্রছাত্রীদের ল্যাপটপ, ট্যাব দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি রাজনগর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আদিবাসী শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়।