শম্ভুনাথ সেনঃ
আগস্ট মানে স্বাধীনতার মাস। আর ক’দিন বাদেই “স্বাধীনতা দিবস” উদযাপিত হবে দেশজুড়ে। তিরঙ্গার সাথে ভারতবাসীর সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতীয়ের বাড়িতে এবার জাতীয় পতাকা উত্তোলন করার ডাক দিয়েছেন। দেশ জুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে সফল করতে স্বতস্ফূর্ত আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিকল্পনা রূপায়িত করার লক্ষ্যে এবারই প্রথম ডাকঘরে জাতীয় পতাকা বিক্রির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বীরভূমের ৬১ টি সাব পোস্ট অফিস এবং ৪১৬ টি গ্রামীণ ডাকঘরে মাত্র ২৫ টাকায় পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা। পাওয়া যাচ্ছে জেলা সদর সিউড়ি বড় ডাকঘরেও। প্রত্যন্ত গ্রামীণ এলাকার ডাকঘরগুলিতেও এই পতাকা পেয়ে বেশ খুশি গ্রামের মানুষজন। এদিকে বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে খয়রাশোল, সিউড়ি, দুবরাজপুর, নলহাটি, মুরারই জেলার এমন সবকটি ব্লক এলাকায় গ্রামে গ্রামে শুরু হয়েছে প্রচার অভিযান। এই উদ্যোগকে সফল করতে জেলায় ছয়টি দল এবং নেহেরু যুব কেন্দ্রের সঙ্গে যুক্ত বিভিন্ন যুব ক্লাবের সদস্যরা গ্রামবাসীদের মধ্যে “হর ঘর তিরঙ্গা” সম্পর্কে প্রচার শুরু করছে। এই উপলক্ষে সবার বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা পৌঁছে দিতেই এই গ্রাম সফর। ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি “অমৃত মহোৎসবে” জনগণকে উৎসাহিত করা এবং সকল ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি জাগানোর লক্ষ্যে এমন সরকারি উদ্যোগ বলে জানিয়েছেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস।