শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই রাখি বন্ধন উৎসব। যেসব সৈনিক ভাইরা দেশ রক্ষার তাগিদে রক্ষা বন্ধনের সময় বাড়ি আসতে পারেন না তাদের জন্য নয়া উদ্যোগ নিয়েছে অখিল ভারত মারোয়াড়ি মহিলা সম্মিলনের শাখা সংগঠন “সাঁইথিয়া মারোয়ারি মহিলা সমিতি”। নিজেদের হাতে তৈরি করা সেই রাখি ‘সীমান্তের প্রহরী’দের কাছে ডাকযোগে পাঠিয়ে দিয়েছেন সাঁইথিয়ার এই মারোয়াড়ী মহিলা সংগঠন। গত একমাস ধরে বীরভূমের সাঁইথিয়া মাড়োয়ারি সমাজের রেনু ঝুনঝুনওয়ালা, রেশমি আগারওয়াল, খুশবু আগরওয়াল, পূজা খান্ডেলওয়াল, নিশা আগরওয়াল, গুঞ্জন আগরওয়ালদের মত শতাধিক মহিলা সদস্যরা নিজের হাতে জওয়ান ‘ভাই’দের জন্য এই রাখি বানিয়েছেন। সীমান্তবর্তী সেনা শিবিরগুলিতে খামে ভরে তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের এক সদস্য রেশমি আগরওয়াল। সঙ্গে সৈনিক ‘ভাই’দের জন্য হাতে লেখা একটি ক’রে চিঠি। যে চিঠিতে লেখা সেনাদের বীরগাথা। এই অখিল ভারতীয় মাড়োয়ারি মহিলা সংগঠনের সদস্যরা মাস খানেক ধরে নিজে হাতে রাখি তৈরি করেছেন। শুধু তৈরি করাই নয়, সেই রাখি সযত্নে খামবন্দি করা, সেনা জওয়ানদের সংগ্রামের কাহিনি চিঠির আকারে লিখে তা সৈনিক ভাইদের হাতে পাঠানো দেশপ্রেম ও সৌভ্রাতৃত্ব বন্ধনের এক অনন্য নজীর।