সেখ ওলি মহম্মদঃ
বীরভূম জেলার দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল যাঁর পোশাকি নাম কেষ্ট তাঁকে ১১ অগাষ্ট বৃহস্পতিবার সকালে গরু পাচার কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করে। তাই বিজেপি সরকারের দ্বিচারিতা ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআইকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বাংলা দখলের চক্রান্তের প্রতিবাদে এবং কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষ তদন্তের দাবিকে সামনে রেখে সারা রাজ্যজুড়ে প্রতিবাদ করা হল। ১২ অগাষ্ট, শুক্রবার দুবরাজপুর ব্লক ও দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হল দুবরাজপুর শহর জুড়ে। এদিন দুবরাজপুরের মাদৃক সংঘ ময়দান থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে সারদা ময়দানে পৌঁছায়। এই মিছিলে প্রায় ৫ হাজারেরও বেশি তৃণমূলের কর্মী সমর্থক হাজির ছিলেন। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর ব্লক তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে।