বিপিন পাল ও সেখ রিয়াজউদ্দিনঃ
বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রয়াত অশোক ঘোষ আততায়ীদের হাতে খুন হন ইংরাজী ২০১৩ সালের ১২ আগষ্ট। প্রয়াত অশোক ঘোষ কেন্দ্রগড়িয়া থেকে ভীমগড় যাবার সময় চূড়র ভীমগড়ে রাস্তার চূড়র কলোনীর পাশে আততায়ীদের গুলিতে প্রান হারান। বলিষ্ঠ সংগঠক এবং সুবক্তা হিসাবে তিনি একজন বিখ্যাত ব্যাক্তিত্ব ছিলেন। আজ ১২ অগাষ্ট তার মৃত্যু বার্ষিকীতে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে চূড়র কলোনী সংলগ্ন যেখানে তিনি আক্রান্ত হয়েছিলেন সেখানে তার শহীদ বেদিতে মালা এবং পূষ্পার্ঘ নিবেদন করেন তৃণমূলের দলীয় নেতৃত্ব। সেখান থেকে তার নিজ গ্রাম কেন্দ্রগড়িয়ায় তার আবক্ষ মূর্তিতে মালা এবং পুষ্পার্ঘ নিবেদন করার পরে খয়রাশোল দলীয় অফিসে প্রয়াত অশোক ঘোষ ও আনিসুর রহমানের আবক্ষ মূর্তিতে মালা এবং পূষ্পার্ঘ নিবেদন করার পরে স্মৃতি চারণা করেন উপস্থিত নেতৃত্ব। আজকের স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অশোক ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল ব্লক তৃৃণমূলের কার্যকরী সভাপতি আব্দুর রহমান, জেলা এসসিএসটি সেলের সভাপতি নবগোপাল বাউরী, তৃণমূল নেতা রজত মুখার্জী, সেখ জয়নাল, স্বপন সেন, কাঞ্চন দে, শিক্ষা সেলের সম্পাদক উজ্জ্বল হক কাদেরী ছাড়াও অন্যান্য ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।