শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে অমৃত মহোৎসবে “হর ঘর তিরঙ্গা”কর্মসূচি সফল করতে বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজ নানা উদ্যোগ নিয়েছে। গত ১৩ আগষ্ট জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রায় সিউড়ী শহর পরিক্রমা করে। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা দেওয়া হয়। শোভাযাত্রায় অংশ নেন এনসিসি, এনএসএস এবং কলেজের ছাত্র-ছাত্রীরা। কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ১৪ আগষ্ট বিদ্যাসাগর কলেজের সভাকক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়। “স্বাধীনতার পূর্বে এবং পরে ‘নারীর ক্ষমতায়ন’ এবং সমাজ ও সাহিত্যে তার প্রভাব” এই শীর্ষক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামপুরহাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা সায়নী রাহা, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কলেজের ইতিহাসের অধ্যাপক সুমিত নাথ। অনুষ্ঠানে গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর কলেজের বর্তমান অধ্যক্ষ ডঃ তপন কুমার পরীচ্ছা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ লক্ষ্মীনারায়ণ মন্ডল, সহ এনসিসি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এনসিসি অফিসার লেফটেন্যান্ট ড.হেমন্ত সাহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক বিশ্বজিৎ রাজ।