মহাসমারোহে ৭৬তম স্বাধীনতা দিবস পালন দুবরাজপুরে

সন্তোষ পালঃ

সাড়ম্বরে ৭৬ তম স্বাধীনতা দিবস পালন হলো দুবরাজপুরের বিভিন্ন এলাকায়। আজ দুবরাজপুর ব্লক চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর পৌরসভায় পতাকা উত্তোলন করেন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে এছাড়াও তিনি দুবরাজপুর দুবরাজপুর শ্রী শ্রী নেতাজি শিশু মন্দিরসহ বেশ কয়েকটি স্থানে পতাকা উত্তোলন করেন। পন্ডিতপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ব্রততীর্থ ইনষ্টিটিউশন এ পতাকা উত্তোলন করেন স্বামী সদাত্মানন্দ মহারাজ। স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের কচিকাঁচারা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন করে। দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইন্সটিটিউশনে মহাসমারোহে পালিত হয় ৭৬তম স্বাধীনতা দিবস। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বিদ্যালয়, অধ্যক্ষ দীপক পৈতন্ডী সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাগণ বিদ্যালয়ের পড়ুয়ারা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উল্লেখ্য করোনা আবহে দু’বছর স্বাধীনতা দিবস উপলক্ষে তেমন ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি তাই পড়ুয়ারা ৭৫ বছর পূর্তির উপলক্ষে তথা স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মুখিয়েছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনটি মহাসমারোহে পালন করে। কোথাও দেখা যায় শোভাযাত্রা কোথাও বা মোটর সাইকেল রেলি। স্বাধীনতা দিবস উপলক্ষে বরেণ্য বিপ্লবী ও দেশপ্রেমিকদের সর্বত্র শ্রদ্ধা জানানো হয় আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *