বিপিন পালঃ
আজ ১৫ আগষ্ট ভারতের স্বাধীনতা দিবস। সারা ভারত জুড়ে চলছে জাতীয় পতাকা উত্তোলন এবং মহাসমারোহে উদযাপন হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অমৃত উৎসব দিবস। তদনুরুপ আজকের দিনে খয়রাশোল ব্লক, খয়রাশোল থানা, খয়রাশোল থানা চত্বরে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তির সামনে, খয়রাশোল পঞ্চায়েত সমিতির তরফে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি সিআরপিএফ এর G /167 BN খয়রাশোল ব্লক এর ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। জাতীয় পতাকা উত্তোলনের পর সিআরপিএফ এর তরফে নানান কুচকাওয়াজের মাধ্যমে স্বাধীনতার অমৃত উৎসব দিবস পালন করা হলো। সিআরপিএফ ও খয়রাশোল ব্লকের তরফ থেকে তরফ থেকে ছাত্রছাত্রীদের মিষ্টি এবং কলম দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিআরপিএফ এর অ্যাসিস্টান্ট কমান্ড্যান্ট শ্রী এলএলমিনা, খয়রাশোল বিডিও পৃথ্বীশ দাস, খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী, মাধব লাহা, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সিআরপিএফ জওয়ানেরা সহ বিশিষ্টজনেরা, ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষেরা।