দীপক কুমার দাসঃ
স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সিউড়ির বড়বাগান প্রান্তিক সংঘের মহিলা শাখা বাগেশ্রীর উদ্যোগে সিউড়ির প্রান্তিক সংঘের সভাগৃহে অনুষ্ঠিত হলো মহিলা রক্তদান শিবির। মহিলাদের দ্বারা পরিচালিত এই শিবিরে কেবলমাত্র মহিলারাই রক্তদান করেন। ফিতে কেটে এই শিবিরের উদ্বোধন করেন শহীদ রাজেশ ওরাং এর মা মমতা ওরাং। এরপর বাগেশ্রী সংস্থার শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়, শহীদ রাজেশ ওরাং এর মা মমতা ওরাং প্রমুখ। এদিন উৎসাহের সঙ্গে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন মহিলারা। এদিন প্রায় ২৩ জন রক্তদাতা রক্তদান করেন। বাগেশ্রী সংস্থার এক সদস্য জানান, এই সংস্থা নানা সামাজিক অনুষ্ঠান করে। এবার আমরা মহিলারা এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করলাম। এই শিবির ঘিরে মহিলাদের উৎসাহ ছিল যথেষ্ট।