উত্তম মণ্ডলঃ
একদিকে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি দিবস, অন্যদিকে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই জোড়া লগ্নে জোড়া উৎসব পালন করলেন রাজনগরবাসী। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, রাজনৈতিক দলের তরফে যেমন উত্তোলিত করা হয় ভারতের তেরঙা জাতীয় পতাকা, অন্যদিকে তেমনি দেবাদিদেব শিবের মাথায় জল ঢালতে প্রায় দিনভর ব্যস্ত থাকলেন বিভিন্ন বয়সী ভক্তরা। এই উপলক্ষে রাজনগরের নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়। স্থানীয় ভদ্রকালী মন্দির সংলগ্ন কুশকর্ণী নদী থেকে জল এনে শিবের মাথায় ঢাললেন তাঁরা। এ নিয়ে আজ ১৫ বছরে পড়লো নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে জল ঢালা পর্ব বলে সংবাদ মাধ্যমকে জানান মন্দিরের তরফে সন্দীপ সিংহ।