শম্ভুনাথ সেনঃ
রোগমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বীরভূম জেলা জুড়ে উদযাপিত হচ্ছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ। রাজ্য সরকার ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশক্রমে জেলার ১৯ টি ব্লকে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগ থেকে সাবধানতা এবং সচেতনতার বার্তা দিতে আজ ১৬ অগাষ্ট মুরারই এক নম্বর ব্লক অফিস থেকে একটি রেলি পরিক্রমা করে। ব্লকের জয়েন বিডিও জাগ্রত চৌধুরীর নেতৃত্বে “ভিলেজ রিসোর্স পার্সেনদের” সহযোগিতায় এই বিশেষ পদযাত্রা মুরারই বাজার এলাকার মানুষকে সচেতনতার বার্তা দেয়। ইতিমধ্যেই মহুরাপুর গ্রাম, চাতরা বাজারে ড্রেন, আগাছা পরিষ্কার করা হয়েছে বলে জাগ্রত বাবু জানান। অন্যদিকে জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে কোটাসুরে এই উপলক্ষে একটি পদযাত্রা বের হয়। ডেঙ্গু, ম্যালেরিয়ার হাত থেকে রেহাই পেতে এলাকার মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। কোটাসুর হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা এই পদযাত্রায় অংশ নেয়। শুধুমাত্র পদযাত্রা নয়, বাড়ি বাড়ি গিয়েও মানুষকে সচেতন করা হচ্ছে বলে কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন্ত পাল জানিয়েছেন।
ছবিঃ দীপু মিঞা, মুরারই