বীরভূমের কড়িধ্যা যদু রায় হাইস্কুলের ৭৪ তম প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউটের ৭৪ তম প্রতিষ্ঠা দিবস ১৬ আগষ্ট সাড়ম্বরে উদযাপিত হয়। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সমাহার্তা বিধান রায়, জেলা সভাধিপতি তথা স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখ। এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সেইসঙ্গে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারতীয় জীবন বীমা নিগমের উর্ধ্বতন আধিকারিকরা। সংস্থার পক্ষ থেকে এই বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এদিন বিদ্যালয়ের আজীবন সম্পাদক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব স্বর্গীয় সন্তোষ কুমার বন্দোপাধ্যায়ের জন্ম দিবস স্মরণ শ্রদ্ধায় পালিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনী কান্ত সাহা উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষানুরাগীদের কাছে এই বিদ্যালয়ের ঐতিহ্য ও পরম্পরা ধরে রাখার আহ্বান জানান। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরের। বিদ্যালয়ের ২০ জন প্রাক্তন ছাত্র সেইসঙ্গে বর্তমান ৩ জন শিক্ষক এদিন রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *